প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : অসমতা দূর করি,এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শেখ হাসিনা মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা,
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এস এম খলিলুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরে আলম, মাদারীপুরের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। এ ছাড়াও জেলা তথ্য কর্মকর্তা, সহকারী পরিচালক (সমাজসেবা), জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।