মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: রবিবার (২৭ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই মেলার শুভ উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা.মুনীর আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান ফকির, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ আলী খান, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।মেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সরকারি অফিসসমূহ এবং তরুণ উদ্ভাবকদের  স্টলসহ মোট ১৯টি স্টল স্থাপিত হয়েছে। মেলা চলবে ২৭ ও ২৮ নভেম্বর সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় ডিজিটাল কৃষি সম্প্রসারণ নামে একটি সেবা বুথ রয়েছে। এছাড়াও মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন