নিউজডেস্ক: ঝিনাইদহে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের মাঠ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।নিহতরা হলে- রমজান হোসেন রুজিব (২০) ও মুক্তা খাতুন (১৮)। দুই মাস আগে প্রেমের সম্পর্ক করে তারা বিয়ে করেন।স্থানীয়রা জানান, সকালে রমজান ও মুক্তার ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।নারকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছেন। দুই মাস আগে তারা বিয়ে করেন। কিন্তু মুক্তার পরিবার এ বিয়ে মেনে নেয়নি।বৃহস্পতিবার মুক্তার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিল। ধারণা করা হচ্ছে সে কারণেই তারা আত্মহত্যা করেছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।