স্পোর্টস ডেস্ক : মঞ্চ প্রস্তুত, এখন কেবল মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। কয়েক ঘণ্টা বাদেই পর্দা উঠবে কাতার বিশ্বকাপের।
তাতে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইতিহাসের বুকে ঠাঁই করে নিবে কাতার। আল বায়িত স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। যা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়।বেদুইন তাঁবুর আদলে গড়া আল বায়িত স্টেডিয়াম। দোহা থেকে ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামেই আজ পুরো বিশ্বকে স্বাগত জানাবে কাতার। চমকে ভরা ৩০ মিনিটব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে ‘ড্রিমারস’ গানে পারফর্ম করবেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড ‘বিটিএস’-এর পপ স্টার জাং কুক ও কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি। অনুষ্ঠানের থিম হলো- মানবতা, শ্রদ্ধার মাধ্যমে বৈষম্যগুলো দূর করে সমস্ত মানবজাতিকে একত্রিত করা। ফুটবল বিভিন্ন উপজাতি হিসেবে আমাদেরকে একত্রিত করে এবং পৃথিবী হলো তাঁবু যেখানে আমরা বসবাস করি। বিশ্বমানের প্রতিভা দ্বারা অনুষ্ঠেয় সাতটি পারফরম্যান্সে বিশ্বব্যাপী সংস্কৃতির সঙ্গে কাতারের ঐতিহ্যকে তুলে ধরা হবে। একইসঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে প্রতিযোগিতার ৩২টি দল, বিগত সবগুলো আসরের স্বাগতিক দেশ ও স্বেচ্ছাসেবকদের।শত শত পারফর্মারকে সঙ্গে নিয়ে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি সম্পর্কে দর্শকদের উৎসাহিত করে তুলবেন বিশ্বকাপের শুভেচ্ছাদূত ঘানিম আল মুফতাহ ও কাতারি গায়িকা দানা। এদিকে অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার। কিন্তু কাতারের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় নিজেকে সরিয়ে নেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১০টায় আসরের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।