স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরিতে ছিটকে গেছেন দলটির প্লেমেকার জিওভানি লো সেলসো।’টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে ভিয়ারিয়ালে খেলা এই তারকাকে।আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জোর সম্ভাবনা ছিল লো সেলসোর। এমনকি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া সত্ত্বেও তাকে সময় দিতে অফিসিয়াল বিবৃতি দিতেও দেরি করে ভিয়ারিয়াল। কিন্তু গতকাল সব শঙ্কা বাস্তবে রূপ নেয়। ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আর্জেন্টিনার রোজারিও থেকে ওঠে আসা লো সেলসোর ইনজুরি বেশ গুরুতর। ফলে অস্ত্রোপচার ছাড়া কোনো উপায় নেই। যদিও শুরুতে বিশ্বকাপ খেলার আশায় অস্ত্রোপচার এড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা বিফলে গেছে। লো সেলসোর জন্য এবারের ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছে সন্দেহ নেই। স্কালোনির জন্যও এই মিডফিল্ডারকে না পাওয়া বড় ধরনের দুঃসংবাদ। কারণে বিশ্বকাপের আগে বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তার। এমনকি ওই সময়ে দলের মূল তারকা লিওনেল মেসিকে সবচেয়ে বেশি পাসও দিয়েছেন তিনি।