কৃষক বেশে কাটছিলেন ঘাস, শরীরে কোটি টাকার স্বর্ণ!

কৃষক বেশে কাটছিলেন ঘাস, শরীরে কোটি টাকার স্বর্ণ!
নিউজ ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলার সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপুর মাঠ থেকে তাকে আটক করা হয়।আতিয়ার যশোরের চৌগাছা উপজেলার গদাধরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।বিজিবি জানায়, সীমান্তের লক্ষ্মীপুর গ্রামের মাঠের মধ্যে এক ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটতে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার শরীর তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন এক কেজি ২০০ গ্রাম। এর বাজার মূল্য ৯৬ লাখ টাকা। আটক ব্যক্তি স্বর্ণের বারগুলো সীমান্ত অতিক্রম করে ভারতে পাচার করতে নিজের হেফাজতে রেখেছিল বলে জানায় বিজিবি।যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, আটক আতিয়ারকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন