আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একটি ডিপোতে হামলা চালিয়ে এক লাখ টন বিমানের জ্বালানি ধ্বংস করেছে রাশিয়া। রোববার (২৩ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চেরকাসি অঞ্চলের স্মিলা গ্রামের কাছে একটি জ্বালানি ডিপোতে ধ্বংস করা হয়েছে। সেখানে ইউক্রেনীয় বিমান বাহিনীর জন্য এক লাখ টনেরও বেশি বিমানের জ্বালানি সংরক্ষিত ছিল।রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, ইউক্রেনের চেরকাসি অঞ্চলে একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে এবং দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে কিয়েভ বাহিনীর পাল্টা হামলা প্রতিহত করা হয়েছে।