মিয়ানমারের সঙ্গে যুক্তরাজ্য-ইইউ’র বাণিজ্য গ্রহণযোগ্য নয়: মোমেন

মিয়ানমারের সঙ্গে যুক্তরাজ্য-ইইউ’র বাণিজ্য গ্রহণযোগ্য নয়: মোমেন
নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের সঙ্গে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সোমবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।ড. মোমেন বলেন, যুক্তরাজ্য মিয়ানমার ইস্যুতে অত্যন্ত সজাগ। তারা মানবতার পক্ষে সব সময় থাকে। তবে তারা মিয়ানমারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছে। তাদের ব্যবসা-বাণিজ্য মিয়ানমারের সঙ্গে অনেক বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মিয়ানমারের বাণিজ্য বেড়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। তবে কুয়েতের জেলে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের বিষয়ে কোনো আলাপ হয়নি।ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে ড. মোমেন জানান, ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, সম্প্রতি ইরানের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন