মাদারীপু‌রের গাড়িচাপায় ভ‌্যানচালক নিহত

মাদারীপু‌রের গাড়িচাপায় ভ‌্যানচালক নিহত
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপু‌র সদর উপ‌জেলার মস্তফাপু‌রে সড়ক দুর্ঘটনায় এক ভ‌্যানচালক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দি‌কে এই দুর্ঘটনা ঘ‌টে বলে মস্তফাপুর হাইও‌য়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানিয়েছেন। নিহত সুশান্ত বালা (৩০) সদর উপ‌জেলার বড় বাহাদুরপুর গ্রা‌মের বা‌সিন্দা। প‌রিদর্শক গোলাম রসুল ব‌লেন, মস্তফাপুর হ‌র্টিকালচার সেন্টা‌রের কা‌ছে ঢাকা বরিশাল মহাসড়কে দ্রুতগা‌মি কোনো ভারী যানবাহন স‌ুশান্ত বালাকে চাপা দিয়ে চলে যায়। ওই সময়ে রাস্তা ফাঁকা থাকায় কী ধরনের বাহন তাকে চাপা দি‌য়ে‌ছে সে‌টি এখনো নিশ্চিত হওয়া যায়‌নি। প‌রে খবর পে‌য়ে ফাঁ‌ড়ি থে‌কে পু‌লিশ গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠিয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”