নিউজডেস্ক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গোল চক্কর এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটির ওপর উঠে যায়। এতে বাসের দুজনসহ দুই গাড়ির ছয় যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।বঙ্গবন্ধু সেতুর সেফটি ইনচার্জ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।