গুলিস্তানে দ্বিতল বাসের ধাক্কায় নারীর মৃত্যু

গুলিস্তানে দ্বিতল বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক :  রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০।ববার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে ক্রসিংয়ে দ্বিতল বাসের ধাক্কায় প্রথমে ওই নারী আহত হন। পরে তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, একটি বিআরটিসি বাসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপর বিআরটিসি বাস জব্দসহ তার চালককে আটক করা হয়েছে।  ওসি আরও জানান, তৎক্ষণিকভাবে ওই নারীর নাম ঠিকানা জানা যায়নি। তার পরনে ছিল সালোয়ার কামিজ। তবে দেখে মনে হচ্ছে ওই নারী ভবঘুরে হতে পারেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি