স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ নয়: জিএম কাদের

স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ নয়: জিএম কাদের

নিউজ ডেস্ক : পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলার ডুবিতে ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।রোববার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি।পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শারদীয় দুর্গা উৎসবের আগে ট্রলার ডুবিতে একসঙ্গে সনাতন ধর্মের অনেকের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, দেখার যেন কেউ নেই। স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমাদের নৌপথ নিরাপদ নয়।তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।এ ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন