ডেমরায় বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর ডেমরার বাঁশেরপুর এলাকায় বাসের ধাক্কায় রাজীব (৩৩) নামে লেগুনাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনা থাকা অন্তত ১৫ যাত্রী।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।  পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সকাল সোয়া ১০টার দিকে রাজীবকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)। বাকিদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।লেগুনা যাত্রী মো. হৃদয় ও শান্ত আহমেদ জানান, তারা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বড়পাগামী লেগুনায় যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।আহতরা জানান, লেগুনায় অন্তত ১৫জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন।ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাড় করিয়ে যাত্রী নামাচ্ছিলো। ওই বাসটিকে ওভারট্রেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেল্পার পালিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম রাজিব। তার বাবার নাম মমতাজ বলে জানা গেছে। সেখানে তার ঠিকানা দেওয়া রয়েছে দক্ষিণ যাত্রাবাড়ীর ফরিদাবাদ এলাকার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি