কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন।বিএনপির দাবি, আহতরা সবাই তাদের নেতাকর্মী। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে সেটি পাকুন্দিয়া বাজারেও ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়।এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজানসহ অন্তত বিএনপির ৪৫ নেতা-কর্মী আহত হয়েছেন।এ বিষয়ে পাকুন্দিয়া থানা পুলিশের সঙ্গে মোবাইলফোনে কথা বলার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আল আমিন জানান, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে।