কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবস পালিত

কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবস পালিত

মোঃ রাকিব হাসান : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে গত ১২ ভাদ্র ১৪২৯ (২৭ আগস্ট ২০২২ খ্রি.) বিকাল ৫.৩০ টায় ধানমণ্ডি রবীন্দ্র সরােবরে আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়। সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের অধীনস্থ কবি নজরুল ইন্সটিটিউট এই আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাে: আবুল মনসুর। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বাের্ডের সম্মানিত চেয়ারম্যান নজরুল সংগীত শিল্পী জনাব খায়রুল আনাম শাকিল। আলােচক হিসাবে ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বাের্ডের সদস্য অধ্যাপক বেগম আখতার কামাল। স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের সচিব (উপসচিব) জনাব মােঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মােহাম্মদ জাকীর হােসেন।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান নজরুল সংগীত শিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান, ফেরদৌস আরা, কল্পনা আনাম, শহীদ কবির পলাশ ও শহীদুল ইসলাম খান। নৃত্য পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব ও তার দল। আবৃত্তি পরিবেশন করেন খ্যাতিমান আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায় ও কাজী মাহতাব সুমন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়াও কবি নজরুল ইন্সটিটিউট এর বিভিন্ন বিভাগ এর প্রশিক্ষনার্থীরা সমবেত গান, নাচ এবং আবৃতি পরিবেশন করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন