রাজধানীর মান্ডায় শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ

রাজধানীর মান্ডায় শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মান্ডা এলাকার হায়দার আলী স্কুল এন্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিউটন আলী খান নামে সেই শিক্ষককে আসামি করে গত বৃহস্পতিবার ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা মুগদা থানায় একটি মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ওই শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়তো। গত ১৭ আগস্ট ভুক্তভোগী ছাত্রী সেই শিক্ষককে পড়তে যাবার জন্যে ফোন করলে তিনি ওই ছাত্রীকে বিকেল ৫ টায় পড়তে যেতে বলেন। ভুক্তভোগী ছাত্রী যথাসময়ে শিক্ষকের বাসায় পড়তে গেলে শিক্ষক তার বাসায় থাকা অন্য ৩ জন ছাত্রীকে ছুটি দিয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। তারপর বিভিন্ন কুপ্রস্তাব ও ছাত্রীকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করার চেষ্টা করে। এসময় ভুক্তভোগী ছাত্রী ঘর থেকে বের হবার চেষ্টা করলে তৎক্ষনাৎ অভিযুক্ত শিক্ষকের স্ত্রী বাহির থেকে কলিংবেল বাজান। পরবর্তীতে শিক্ষক বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ছাত্রীকে হুমকি দেয়। ঘটনার পর থেকেই গা ঢাকা দেন ওই শিক্ষক। এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
মুগদা থানার এস আই মোঃ শাহাদাত হোসেন জানান, ‘আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীকে মামলার পর থেকেই পাওয়া যাচ্ছে না। তবে আমরা খুব শীঘ্রই আসামী গ্রেফতারের চেষ্টা করছি।’
এই বিষয়ে জানতে চাইলে হায়দার আলী স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসনে বলেন, ‘আমরা ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাকে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করার জন্যে আমরা ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছি।’

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত