খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত
ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ছিলেন।শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেট থেকে ২০০ গজ পশ্চিমে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।  ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।তিনি আরও জানান, ফখরুলের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে অবসরে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি