সমাচার ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আতিয়ার রহমান শেখ (৭৫) নামে এক কারাবন্দী যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যান ওই যুদ্ধাপরাধী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল করিম। ঢাকা কেন্দ্রীয় কারগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, গত ১২ আগস্ট কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকের নির্দেশে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। মৃত ব্যক্তির বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটার সুন্দরমাহাল গ্রামে।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিদ্দিক আহমেদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ গত বুধবার দিবাগত রাতে মতিঝিল ডিবি পুলিশ সিদ্দিক আহম্মেদকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, সিদ্দিক আহম্মেদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ হিলা ৬নম্বর ওয়ার্ড, উলু চামারী গ্রামে। মতিঝিল বিভাগের ডিবি পুলিশের এসআই মো. এরশাদ হোসেন ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, রমনা থানার মাদক মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হলে সেখানে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।