চকবাজারে অগ্নিকাণ্ড: বরিশাল হোটেলের মালিক আটক 

চকবাজারে অগ্নিকাণ্ড: বরিশাল হোটেলের মালিক আটক 
নিউজ ডেস্ক : পুরান ঢাকার চকবাজারের কামালবাগ দেবিদাস লেনে প্লাস্টিক কারখানা ও গোডাউন ভবনে থাকা বরিশাল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক ফখরুদ্দিনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, সোমবার ভোরের দিকে ঢাকার পাশে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আইন অনুযায়ী একটি মামলা রেকর্ড হচ্ছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বরিশাল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মাচান থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ওই হোটেলটি ২৪ ঘণ্টাই খোলা থাকে। দুই শিফটে কর্মচারীরা ডিউটি করেন। যারা মারা গেছেন তারা রাত্রিকালীন ডিউটি শেষ করে সকালের দিকে হোটেলের মাচানে গিয়ে ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি