রিয়াদ-সাব্বিরকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

রিয়াদ-সাব্বিরকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা
 স্পোর্টস ডেস্ক : অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড। যেখানে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।চমক হিসেবে আছেন সাব্বির রহমান। শনিবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।এশিয়া কাপের জন্য ১৭ জনের দল: সাকিব আল হাসান, এনামুল, মুশফিক, আফিফ, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান, মোস্তাফিজ, নাসুম, সাব্বির, মেহেদি মিরাজ, এবাদত, পারভেজ, নুরুল, তাসকিন।এবারের এশিয়া কাপের দলে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। বহু জলঘোলার পর নেতৃত্ব পেলেন তিনি। গত জিম্বাবুয়ে সফরে অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান, এর আগে নেতৃত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এক সময়ের আরেক তারকা ক্রিকেটার সৌম্য সরকারের ফেরার গুঞ্জন উঠলেও তাকে বাইরে রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।গত বছর অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফউদ্দিন। ইনজুরিতে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। এশিয়া কাপ দিয়েই দলে ফিরেছেন তিনিও। ইনজুরি শঙ্কা থাকলেও স্কোয়াডে আছেন উইকেটরক্ষক সোহানও।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারে না গিয়েও এনসিপি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে: খায়রুল কবির খোকন