এবার ট্রেনের ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর

এবার ট্রেনের ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর
নিউজ ডেস্ক : দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় ইতোমধ্যে বেড়েছে বাস ভাড়া। লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে সোমবার (৮ আগস্ট) বৈঠক হওয়ার কথা রয়েছে।তবে এবার ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।রোববার (৭ আগস্ট) গণমাধ্যমকে রেলমন্ত্রী এ কথা জানান। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেইনি।ট্রেনের ভাড়া বাড়াতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে বলেও জানান রেলমন্ত্রী।রেল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছে কিনা জানতে চাইলে রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন