নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত, উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের স্লুইস গেট এলাকার রাস্তায় মুঠোফোনে কথা বলছিলেন কলেজছাত্র সাজেদুর রহমান রুবায়েদ। পেছন থেকে আসে একটি মোটরসাইকেল।আরোহী আচমকা রুবায়েদের মোবাইল টান দিয়ে চলে যেতে নেন। রুবায়েদও কম যান না। ধরে ফেলেন ছিনতাইকারী পিয়াল হোসেনকে।নিজেকে ছাড়িয়ে নিতে এ সময় রুবায়েদের হাতে ছুরি দিয়ে আঘাত করেন; তারপরও রক্ষা পাননি পিয়াল। রুবায়েদ মোটরসাইকেলের পেছনে দৌঁড়ে গিয়ে তাকে ধরে ফেলেন।এ অবস্থায় রুবায়েদকে মোটরসাইকেল আরোহী পিয়াল টেনে হিঁচড়ে ৫০০ ফুট সামনে নিয়ে যান। এরপরও পালাতে পারেননি। রুবায়েদের চিৎকার শুনে স্থানীয় ও দায়িত্বরত পুলিশ এসে পিয়ালকে আটক করে।তাকে আটকের পাশাপাশি ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় পিয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে।ছিনতাই ছাড়াও পিয়াল গণধর্ষণ মামলার আসামি। জানা গেছে, তুরাগে চাঞ্চল্যকর একটি গণধর্ষণ মামলা তিনি গ্রেফতারও হয়েছিলেন। ওই মামলা থেকে জামিনে বের হয়ে ছিনতাই করতে শুরু করেন তিনি।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিয়ালের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।