নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাস ও লেগুনা সংঘর্ষে কলেজছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুজন হলেন- মিরপুর কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের ও রবিউল ইসলাম রুবেল। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।মিরপুর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে মিরপুর বেড়িবাঁধে বাস ও লেগুনা সংঘর্ষ ঘটে। এতে সাতজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জুবায়ের নামে একজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই বাস ও লেগুনা পুলিশ হেফাজতে রয়েছে।শাহ আলী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান জানান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুবায়ের নামে যে ছেলেটি মারা গেছে সে মিরপুর কমার্স কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্র।আহতদের হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা রাসেল নামে এক ব্যক্তি বলেন, একটি পিকআপ ভ্যানে করে প্রথমে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জুবায়ের নামে একজনের মৃত্যু হয়। বাকি ছয়জনের মধ্যে তিনজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অন্য তিনজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে রুবেলের মৃত্যু হয়।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই সড়ক দুর্ঘটনায় তিনজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামে একজনের মৃত্যু হয়। মৃত রুবেলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। বর্তমানে মিরপুর সেকশন-১৪ এলাকায় থাকতেন। ঘটনার সময় তিনি লেগুনাতে ছিলেন।