ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে খাদ্য-শস্য ঘাটতির ব্যাপারে রাশিয়াকে দায়ি করা হচ্ছে। কিন্তু বিশ্বে খাদ্য সংকটের জন্য নিজের দায় সরাসরি প্রত্যাখ্যান করে রাশিয়া। কায়রোয় দেওয়া বক্তব্যে সের্গেই লাভরভ বলেন, পশ্চিমারা এ বাস্তবতা সম্পূর্ণ উপেক্ষা করার চেষ্টা করছে, রাশিয়ার ওপর তাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই বিশ্বে খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে। কিন্তু এমনটি নয়।এ সময় পশ্চিমা দেশগুলো সারা বিশ্বের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।কায়রো সফরের পর লাভরভ আফ্রিকার আরও তিনটি দেশ সফরে যাবেন বলে কথা রয়েছে।