আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা পরবর্তী সময় তার আসনে কে বসবে, তা নিয়ে নানা কানাঘুষা চলছে। কারও কারও নামও সামনে এসেছে।কিন্তু ইদানীং এক তরুণ রয়েছেন এ চর্চায়। তার নাম দিমিত্রি কোভালেভক।তরুণ এ তুর্কিকে পুতিনের সম্ভাব্য উত্তরসূরি বলে চর্চা হচ্ছে। তিনি বর্তমান রুশ প্রেসিডেন্টের চেয়েও নৃশংস হতে পারেন বলে গুজব রয়েছে।ম্পর্কিত নানা আলোচনার মধ্যে তার উত্তরসূরি নিয়ে বিশ্ব মিডিয়ায় খবর প্রকাশ হয়। আলেকজান্ডার বর্টনিকোভের নামে তারই এক ঘনিষ্ঠ ক্ষমতায় আসবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু এ আলোচনা বন্ধ হয় গত ৯ মে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে দিমিত্রি কোভালেভকে পুতিনের সঙ্গে কথা বলতে দেখার পর।৩৬ বছর বয়সী এ তরুণ ক্রেমলিনে একটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত। টেলিগ্রামে রুশ চ্যানেল বাজা এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্টের প্রশাসনিক একটি বিভাগে কোভালেভকে দায়িত্বরত। কিন্তু তিনি কোন সেক্টরে কাজ করছেন, তা নির্দিষ্ট নয়।বিশেষজ্ঞরা বলছেন পুতিনের উত্তরসূরি হিসেবে যদি কোভালেভক ক্ষমতায় আসেন, এটি কখনই ভালো ফলাফল বয়ে আনবে না। কারণ তিনি আরও বেশি নৃশংস হতে পারেন।ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসকে মস্কো রুলস বইয়ের লেখক কেয়ার গাইলস এ ব্যাপারে কিছু কথা বলেন। তার প্রথম কথাই ছিল পশ্চিমাদের নিয়ে। অর্থাৎ, যদি কোনো কারণে পুতিন ক্ষমতা হারান আর দিমিত্রি কোভালেভক আসেন, এটি পশ্চিমের জন্য আরও খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে।কেয়ার গাইলস আরও বলেন, তারা পশ্চিমা ও নিজেদের জনগণের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও খারাপ করে তুলবে। পুতিন তার শাসনে গত কয়েক বছরে যা করেছেন পরিস্থিতি তার চেয়েও খারাপ হতে পারে।দিমিত্রি কোভালেভক ছাড়াও আরও এক ব্যক্তি সম্পর্কে আলোচনা হচ্ছে। তার নাম নিকোলাই পাত্রুশেভ (৭০), যিনি পুতিনের নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত।মিররের খবরে বলা হয়েছে, পুতিনেই মৃত্যুই কেবল তাকে ক্ষমতা শূন্য করতে পারে। কেননা, একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি তার বিরোধী নেতাদের সরিয়ে দিতে সফল হয়েছেন।নিজের উত্তরসূরি সম্পর্কে বেশ কিছুদিন আগে কথা বলেন পুতিন নিজেই। নিজের মসনদের উত্তরসূরির জন্য নতুন প্রজন্মকে আনার কথা জানান।২০২১ সালে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, আমার সারাটা জীবন, ভাগ্য, আমার দেশ- একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত করেছি যে; রাশিয়াকে শক্তিশালী করার চেয়ে বেশি আমার জীবনে কোনো অর্থবহ লক্ষ্য নেই।