মিথ্যাচার করিনি, সবাইকে দাওয়াত পাঠিয়েছি: জলিল

মিথ্যাচার করিনি, সবাইকে দাওয়াত পাঠিয়েছি: জলিল
বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক সিনেমা ‘দিন : দ্য ডে’। মুক্তির পর থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে সহশিল্পী ও স্ত্রী বর্ষাকে নিয়ে সিনেমাটি দেখছেন তিনি।রোববার সামাজিকমাধ্যমে অনন্ত ঘোষণা দেন, দেশের প্রথম সারির ৭৪ জন তারকাশিল্পীকে নিয়ে সোমবার ব্লকবাস্টারে ‘দিন : দ্য ডে’ দেখবেন তারা। এদের মধ্যে রয়েছেন সুচন্দা, আলমগীর, ফারুক, ববিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, শাকিব খান, ইমন নিরব, বাপ্পী, আরিফিন শুভ, সিয়ামসহ অনেকেই।অনন্তের এমন পোস্টের পর সোমবার বরেণ্য অভিনয়শিল্পী ববিতা একটি সংবাদমাধ্যমকে জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। অনন্ত জলিলের সিনেমা দেখা নিয়ে কারো সঙ্গে কোনো কথাই হয়নি তার।  শুধু তাই নয়, ববিতার অন্য দুই বোন বরেণ্য চিত্রনায়িকা সুচন্দা ও চম্পার সঙ্গেও যোগাযোগ হয়নি বলেই জানান তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলে বলেন, কেন জলিল সাহেব এমন মিথ্যাচার করছেন! বিষয়টি নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমি কোনো মিথ্যাচার করিনি। সবাইকে দাওয়াত পাঠিয়েছি। অভিনয়ের বাইরে আমাকে ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয়। আর সে কারণে সকল শিল্পীদের দাওয়াত দেওয়ার জন্য আমি একজনকে দায়িত্ব দিয়েছি। সে সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। যার সবশেষ খবরও আমাকে জানিয়েছে। ’অনন্ত আরো বলেন, ‘এখন অল্প সময়ের মধ্যে সব আয়োজন শেষ করাটাও ছিল কঠিন। কিন্তু আমার পক্ষ থেকে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টার কমতি ছিল না। বিষয়টি নিয়ে কথা বলার পাশাপাশি কিছু অডিও রেকর্ড ও একটি আমন্ত্রণপত্রও তিনি পাঠিয়েছেন। রেকর্ডগুলোতে শুনতে পাওয়া যায় বেশ ক’জন তারকা শিল্পীদের সঙ্গে কথার বলার সবশেষ খবর জানানো হচ্ছে অনন্ত জলিলকে। আর আমন্ত্রণপত্রে ‘দিন : দ্য ডে’ দেখার আমন্ত্রণ জানান অনন্ত-বর্ষা।এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে শতাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন : দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।  বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না