করোনায় একদিনে বিশ্বে ৪ লাখের বেশি আক্রান্ত

করোনায় একদিনে বিশ্বে ৪ লাখের বেশি আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক  : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬ হাজার ৭২৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৪৭১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রাঙামাটিতে এবার দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

কুমিল্লায় বিধবা নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ