খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সৌজন্য সাক্ষাৎ করবেন।
রোববার (১০ জুলাই) রাত আটটায় গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যাবেন নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর দুই বছর কারাগারে থাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় হয়নি। এরপর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া।

২০২০ ও ২০২১ সালে বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে খালেদা জিয়ার সঙ্গে কেউ সাক্ষাতের সুযোগ পাননি। তবে এ বছর মে মাসে ঈদুল ফিতরের দিন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন নেতা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান। তারই ধারাবাহিকতায় রোববার ঈদুল আজহার দিন খালেদা জিয়ার বাসায় গিয়ে সিনিয়র নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন