পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৯

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে  ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।রোববার (৩ জুলাই) সকালে বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় বাস দুর্ঘটনা ও হতাহতের এই ঘটনা ঘটে।কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।বেলুচিস্তানের শিরানি জেলার সহকারী কমিশনার মেহতাব শাহ ডনকে জানান, ধনা সার নামক একটি জায়গার কাছে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, দ্রুত গতিতে চলার সময় বাসটি ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হন।শাহ আরও বলেন, দুর্ঘটনার তথ্য পাওয়ার পরপরই উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহগুলোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইনের প্রতি মানুষের অবহেলার কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসে দেশটির কিলা সাইফুল্লাহ জেলায় একটি বাস খাদে পড়ে ২২ জন নিহত হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না