আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৮ জুন) তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সঙ্গে বৈঠকে পুতিন এমনটি জানান।ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাজিকিস্তানেই প্রথম বিদেশ সফর করছেন পুতিন। দেশটিতে রুশ সেনাঘাঁটি রয়েছে। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গেও তাজিকিস্তানের দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে পুতিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সব কিছু করে যাচ্ছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। যেমনটি আগেই বলা হয়েছে,আফগানিস্তানের সমস্ত জাতিগত গোষ্ঠীকে দেশ পরিচালনায় অবশ্যই অংশ নিতে হবে। যদিও রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। রাশিয়ায় তালেবানের প্রতিনিধি রয়েছে। তালেবানের একটি প্রতিনিধিদল সম্প্রতি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দিয়েছিলেন।