মাঝ নদীতে মাঝির মৃত্যু

মাঝ নদীতে মাঝির মৃত্যু
চট্টগ্রাম: বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর ছেলে।রোববার (১৯ জুন) সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত দিনারের ৩ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, সকালে দিনার আলীসহ কয়েকজন বঙ্গোপসাগরে মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে দিনার আলী আহত হন। পরে কূলে নিয়ে আসতেই তার মৃত্যু হয়। দিনার আলী ট্রলার চালাচ্ছিলেন। এ ঘটনায় সঙ্গে থাকা অন্যরা আহত হননি। পরে ঘটনাস্থল থেকে অন্যরা দিনারকে বাড়িতে নিয়ে আসেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৪) নামে এক জেলের মৃত্যু খবর শুনেছি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মিয়ানমারে পাচার হচ্ছিল সিমেন্ট, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান