ঢাকায় জমি-ফ্ল্যাটওয়ালা সবাই কালো টাকার মালিক: অর্থমন্ত্রী

ঢাকায় জমি-ফ্ল্যাটওয়ালা সবাই কালো টাকার মালিক: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক  ঢাকায় যাদের জায়গা-জমি বা ফ্ল্যাট আছে, তারা সবাই কালো টাকার মালিক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।এজন্য সরকার ও সিস্টেমকে দায়ি করেন।তিনি বলেন, বাস্তবতা হচ্ছে, যে ফ্ল্যাট ২ কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে, সেই ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকা। ফলে সরকার বাড়তি রেজিস্ট্রেশন ফি পাচ্ছে না। এখানে টাকা হয়ে গেল কালো টাকা।বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন, ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক। এজন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী। যে জমি আজ গুলশান এলাকায় যে দামে রেজিস্ট্রি হচ্ছে প্রকৃত মূল্য তার চেয়ে অনেক বেশি। কিন্তু সেই বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। প্রত্যোকটা মৌজার জন্য দাম ঠিক করে দেওয়া আছে, এর বেশি দাম দেখানো যায় না। সুতরাং যেটি পারা যাবে না, কালো টাকা তো সেখানেই হয়ে আছে। কে কালো টাকার বাইরে আছেন?তিনি বলেন, যখন কালো টাকা দেশে নিয়ে আসার চেষ্টা করছি, তখন বলা হচ্ছে, কালো টাকা সাদা করাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমি বারবার বলি অপ্রদর্শিত টাকা। এখানে লাজ-লজ্জার কিছু নেই, সরকার এজন্য দায়ী।  অর্থমন্ত্রী বলেন, পাচার করা টাকা যখন আসবে, আমরা মনে করি, তখন সেটার একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। বিভিন্ন শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হবে। এই প্রত্যাশায় আমরা সেদিকে নজর দিচ্ছি।পাচার করা টাকা নিয়ে চাপে আছেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি কোনো চাপে নেই। আমি যেটি বলেছি, সেটি আমি করব। আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসি না। আমি যখন রেমিট্যান্সের ওপর প্রণোদনা দিয়েছি, তখন অনেক সমালোচনা ছিল যে টাকা আসবে না, কিছু হবে না, টাকা পাচার হবে। কিন্তু এসেছে।  শুধু আসেনি, রেকর্ড হয়েছে, যেটা কখনই সম্ভব ছিল না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি