মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসে আগুন, ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসে আগুন, ট্রেন চলাচল বন্ধ
নিউজ ডেস্ক : ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে।শনিবার (১১ জুন) দুপুরে মৌলভীবাজারের শমশেরনগর রেলস্টেশনের  আউটারে ট্রেনটিতে আগুন লাগে।সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করে বলেন, আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগেছে। এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।জানা গেছে,  ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পাওয়ার কারে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন।শেষ খবর পাওয়া পর্যন্ত টেনের পাওয়ার কারে আগুন জ্বলছিল। খবর পেয়ে কুলাউড়া দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি