ঢাকা: ১৯৯১ এবং ২০০৯ সালে ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় মোট ১০৪ জন শিশুর প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০১০ সালে এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আর ঔষধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি থেকে এ অর্থ আদায় করবেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।