নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাহিন (২০) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলের থাকা অপর এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে দুর্ঘটনাটি ঘটে।হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কোচ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খায়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সাহিন নামে ওই যুবক মারা যান। আর অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে পরে তিনিও মারা যান। তার বয়স ২৫ বছর।তিনি আরও বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে মৃত্যু হওয়া যুবকের নাম ঠিকানা এখনও জানা যায়নি।