ব্রাজিলে ভারী বর্ষণ ও ভূমি ধসে নিহত ৪৪ 

ব্রাজিলে ভারী বর্ষণ ও ভূমি ধসে নিহত ৪৪ 
আন্তর্জাতিক ডেস্ক : টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ৪৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন।
ব্রাজিল সরকার স্থানীয় সময় রোববার(২৯ মে) এমনটি জানিয়েছে।  উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যের রাজধানী রেসিফে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী ড্যানিয়েল ফেরেইরা বলেন, ৪৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছেন। ২৫ জন আহত হয়েছেন।  আশ্রয়হীন হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন ৫৩৩ জন।  এর আগে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ৩৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন। স্থানীয় সময় রোববার পর্যন্ত ব্রাজিলের  উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছে ব্রাজিলের আবহাওয়া অধিদপ্তর।  স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের উদ্ধারে প্রায় ১২০০ উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।  ড্যানিয়েল ফেরেইরা বলেন বলেন, আমরা আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছি। তাই আত্ম-সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ।  গত বছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ব্রাজিলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় প্রায় ১০ হাজার মানুষ ওই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। গত ফেব্রুয়ারিতে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বন্যায় ২৩০ জন মানুষ প্রাণ হারায়।  

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি