নারীদের আইপিএলে যাচ্ছেন সালমা-সুপ্তা, নেই জাহানারা

নারীদের আইপিএলে যাচ্ছেন সালমা-সুপ্তা, নেই জাহানারা
স্পোর্টস ডেস্ক : গত আসরে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুই জন। সালমা খাতুন ও জাহানারা আলম খেলেছিলেন নারীদের আইপিএল নামে পরিচিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে।তবে এবার আগ্রহের তালিকায় নেই জাহানারা।আগের আসরে খেলা সালমা খাতুনকেই প্রথমে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরে আগ্রহের তালিকায় যোগ হয়েছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। এ দুজনকে অনাপত্তিপত্র দিচ্ছে বিসিবি, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।তিনি বলেছেন, ‘প্রথমে শুধু সালমার ব্যাপারে আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে। তবে এখন তারা আবার সুপ্তাকে চেয়েছে। আমরা দুজনকেই ইতোমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়ে। এখন তারা কে কোন দলে খেলবে এটা বিসিসিআই ঠিক করবে। ’চলতি মাসেই পুনেতে বসছে এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ২৩ থেকে ২৮ মে মাঠে গড়াবে এবারের আসর। আগেরবার সালমা খেলেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে। জাহানারার ঠিকানা ছিল ভেলোসিটি, এবার অবশ্য তাকে নিয়ে আগ্রহ দেখায়নি বিসিসিআই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি