জার্মানিতে ঈদুল ফিতর উদযাপিত

জার্মানিতে ঈদুল ফিতর উদযাপিত
বার্লিন, জার্মানি: সৌদি আরবসহ বিশ্বের নানা দেশের সঙ্গে মিল রেখে জার্মানিতেও সোমবার পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। রাজধানী বার্লিনসহ দেশটির অন্যান্য প্রদেশের শহরের মসজিদগুলোতে ঈদের তিনটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের জামাত শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য।

ঈদ জামাতে অংশ নিয়ে মহামারি করোনা মোকাবিলায় জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি