খাগড়াছড়ি: বর্তমান সময়ের দেশের অন্যতম পর্যটন স্পট রাঙ্গামাটির সাজেক ভ্যালি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তিনি সাজেকে অবকাশ যাপন করবেন বলে জানা গেছে।এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে প্রশাসন।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাজেকে সরেজমিন পরিদর্শন ও প্রস্তুতিমূলক সমন্বয় সভা করেছে স্থানীয় প্রশাসন। এতে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও রিসোর্ট মালিকরা উপস্থিত ছিলেন। এতে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।এদিকে সাজেক রিসোর্ট মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে আগামী ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত পাঁচ দিন সাজেকে রিসোর্ট, হোটেল বন্ধ রাখা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রিসোর্ট মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক নিং থাং জাওয়া লুসাই বলেন, আমরা রিসোর্ট, হোটেল মালিকদের জানিয়ে দিয়েছি।
তবে এই বিষয়ে বিস্তারিত জানতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সরকারি ও ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ হয়েছেন।