শান্তি প্রস্তাবের বল ইউক্রেনের কোর্টে, অপেক্ষায় রাশিয়া

শান্তি প্রস্তাবের বল ইউক্রেনের কোর্টে, অপেক্ষায় রাশিয়া
নিউজ ডেস্ক : সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।  ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলও এখন রাশিয়ার সেনাবাহিনীর দখলে।ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে দুই দেশের শান্তি আলোচনার কী অবস্থা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সেটাই জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।  জবাবে পেসকভ জানিয়েছেন, রাশিয়া শান্তি প্রস্তাবের খসড়া ইউক্রেনকে পাঠিয়েছে। তিনি বলেন, ‘এখন বল তাদের কোর্টে, আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। ’খসড়া প্রস্তাবের জবাব দেওয়ার সময়সীমা কবে শেষ হবে জানতে চাইলে পেসকভ বলেন, ‘ইউক্রেন সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না। ’ পেসকভের দাবি, ইউক্রেন বারবার তাদের কথা থেকে সরে যাচ্ছে। বারবার তারা নিজেদের অবস্থান পাল্টায়। ফলে ভয়াবহ পরিণতির প্রেক্ষাপট হাজির হচ্ছে।প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।  তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন