উল্টোপথে গাড়ি, মারা গেলেন গার্মেন্টস কর্মকর্তা

উল্টোপথে গাড়ি, মারা গেলেন গার্মেন্টস কর্মকর্তা
সাভার প্রতিনিধি : সাভারে উল্টোপথে যাওয়ার সময় রোড ডিভাইডার ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেছে একটি মাইক্রোবাস। এ ঘটনায় মেহেদী হাসান পারভেজ (৩২) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।রোববার (১৭ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত মেহেদী ওয়াইপি আশুলিয়া নামের একটি ক্যাপ তৈরির কারখানায় অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশনের স্থায়ী বাসিন্দা। তবে তার জন্ম বরিশালে বলে জানা গেছে।পুলিশ জানায়, ওই মাইক্রোবাসটি উল্টোপথে থানা স্ট্যান্ড থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। পরে পাকিজার সামনে পৌঁছালে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে চাপ দেয়। এ সময় মাইক্রোবাসটি ডানপাশের রোড ডিভাইডার ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়লে  মেহেদী নিহত হন।সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি