আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, উত্তরাঞ্চলের যেসব এলাকা ছেড়ে রুশ বাহিনী চলে গেছে, সেসব এলাকায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অবিস্ফোরিত বোমা।সোমবার (১১ এপ্রিল) রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি এ কথা বলেন।জেলেনস্কি বলেন, রুশ বাহিনী ঘরবাড়ি, রাস্তা ও মাঠ সর্বত্র বোমা ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, যা যুদ্ধাপরাধের সামিল। কেননা এর উদ্দেশ্য যতটা সম্ভব আমাদের মানুষগুলো হত্যা বা পঙ্গু করা। রুশ নেতার সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেনারা এই ধরনের কাজ করতে পারে না। এখন এসব বিপজ্জনক বস্তু সরিয়ে ফেলতে কাজ করছে বেশ কিছু দল।তিনি আরও বলেন, তারা ইচ্ছাকৃতভাবে এসব কাজ করেছে যাতে দখলমুক্ত হওয়ার পর ওই এলাকায় ইউক্রেনীয়দের ফিরে আসা বিপজ্জনক হয়। রুশ বাহিনীর এ কার্যকলাপে আমাদের অঞ্চলটি আজ বিশ্বের অন্যতম মাইন (বোমা) দ্বারা দূষিত হয়ে পড়েছে।প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে মঙ্গলবার ৪৮তম দিনে গড়িয়েছে এ সামরিক অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা এবং চেরনিহিভ ছাড়তে বাধ্য হয় রুশ বাহিনী।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।