গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় ডিভাইন ফেব্রিক্স লিমিটেড পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল ও ইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।