আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রথম ছয় দিনে প্রায় ছয় হাজার রুশ সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ক্রেমলিনকে সতর্ক করেছে তিনি বলেছেন, বোমা ও বিমান হামলা করে তারা ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে পারবে না।খবর আল জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আগ্রাসন শুরুর প্রথম ছয় দিনে রাশিয়ার ছয় হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করলেও, রাশিয়া এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জেলেনস্কির দেওয়া পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।একটি ভিডিও বার্তায় ইউক্রেনের রাষ্ট্রপতি বলেন, মঙ্গলবার কিয়েভে হলোকাস্ট স্মৃতিসৌধ কমপ্লেক্সে রাশিয়ার হামলা প্রমাণ করে যে রাশিয়ার লোকেদের জন্য আমাদের কিয়েভ একেবারেই বিদেশি।জেলেনস্কি আরও বলেন, তারা কিয়েভ সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তাদের সবার প্রতি আমাদের ইতিহাস মুছে ফেলার, আমাদের দেশকে মুছে ফেলার, আমাদের সবাইকে মুছে ফেলার নির্দেশ রয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এরপর থেকে রুশ বাহিনী দেশটির একের পর এক শহরে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার সপ্তম দিনের মতো যুদ্ধ চলছে।যুদ্ধে ইউক্রেনে এখন পর্যন্ত ১৩৬ জন নিহত হয়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘ। যুদ্ধের ষষ্ঠ দিনে ইউক্রেন থেকে অন্তত ৬ লাখ ৬০ হাজার মানুষ পাশের দেশগুলোতে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।