স্বামীর দেওয়া আগুনে মারা গেলেন সাথী

স্বামীর দেওয়া আগুনে মারা গেলেন সাথী
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন।তিনি জানান, সাথীর ১৬ শতাংশ পোড়া ছিল। বুধবার দিনগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাথীর বড় ভাই সোহেল হোসেন জানান, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজীপাড়া-কাটাখালী এলাকার নিজ বাড়িতে মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘুমাচ্ছিলেন সাথী। ২৮ জানুয়ারি মধ্যরাতে সাথীর সাবেক স্বামী নাঈম ভাঙা জানালা দিয়ে পেট্রোল ছোড়েন ও আগুন ধরিয়ে দেন। এতে সাথীর হাত-মুখ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অবনতি হলে সাথীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান ওই হাসপাতালের চিকিৎসকরা। সেখানে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় জীবনের সঙ্গে যুদ্ধ করে বুধবার মধ্যরাতে হেরে যায় সাথী। হাসপাতাল থেকে দুপুরে সাথীর মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা করা হবেন তার স্বজনরা।এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নাঈমের ছোড়া পেট্রোলের আগুনে ঝলসে সাথী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তির পর তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং ফেব্রুয়ারির ২ তারিখে নাঈমকে আটক করা হয়েছে বলে জানান ওসি আশরাফুল ইসলাম। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না