ভাসমানদের দেওয়া হবে জনসনের টিকা

ভাসমানদের দেওয়া হবে জনসনের টিকা
ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে দেশের ভাসমান নাগরিকদের জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।রোববার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনে কোভিড-১৯ ভ্যাকসিন এবং করোনা পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, আমরা জনসন অ্যান্ড  জনসন কোম্পানির কিছু করোনার টিকা পেয়েছি, এগুলো আমরা যারা ভাসমান মানুষ আছে, যাদের ঠিকানা সব সময় পাওয়া যায়না তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ এটা সিঙ্গাল ডোজের টিকা। এক ডোজ দিলেই, তার আর দ্বিতীয় ডোজ নেওয়া লাগবে না। যারা দিন মজুর, ভাসমান লোক, যারা বিভিন্ন জায়গায় যাওয়া-আসা করছে, তাদেরকে এ টিকা দেওয়া হবে।তিনি বলেন, আমাদের সব কর্মসূচী সফল হবে, যদি জনগণ সাহায্য করে, স্বাস্থ্যবিধি মেনে চলে। সরকার সচেতন করতে পারে, হাজার হাজার কোটি টাকার টিকা আমরা দিচ্ছি বিনা পয়সায়। কিন্তু জনগণ যদি বিধিনিষেধগুলো না মানে, তাহলে আমরা সংক্রমণের হার, মৃত্যুর হার কমাতে পারব না।দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, ওমিক্রন ভাইরাসকে মৃদু বলে অবহেলা করলে চলবে না। যেখানে চার পাঁচ জনের মৃত্যু হত, সেটা এখন ২০ জনে উঠে গেছে। এদিকটায় আমাদেরকে খেয়াল রাখতে হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন