ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া। এ নিয়ে চলতি মাসে সাতটি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠল দেশটির বিরুদ্ধে।স্থানীয় সময় রোববার (৩০ জানুয়ারি) এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছে দেশটি।  সিউলের জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটে সমুদ্রের পূর্ব উপকূলের জাগাং প্রদেশ থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে জাপান সরকারও।দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয় সরকারই একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইবিআরএম) উৎক্ষেপণের কথা জানিয়েছে।টোকিওর কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) পাল্লা দিয়ে ২ হাজার কিলোমিটার (১,২৪৩ মাইল) উচ্চতায় পৌঁছে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলের পানিতে পতিত হয়েছে।২০১৭ সালের পর এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি।এর আগে গত ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে খবর পাওয়া যায়। তারও আগে গত ১১ জানুয়ারি সকালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ওঠে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে। আর ১৪ ও ১৭ জানুয়ারি আরও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে উত্তর কোরিয়া।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত