পাকিস্তানে টিকা না নিলে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

পাকিস্তানে টিকা না নিলে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে করোনা টিকা না নেওয়া থাকলে মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।শনিবার (২২ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে আরও বলা হয়, এনসিওসির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানে মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে শুধুমাত্র টিকা নেওয়া থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এছাড়াও দেশটির সব ধর্মীয় উপাসনালয়ে প্রবেশে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও অন্তত ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।পাকিস্তানের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ করোনা টিকা নিয়েছে। তারপরও দেশটিতে বেড়ে গেছে সংক্রমণে হার। ফলে কড়া বিধিনিষেধ আরোপ করেছে এনসিওসি।  করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এর বিস্তার রোধে একাধিক স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করেছে সংস্থাটি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন