নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা ও মডেল রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম রিমান্ডের এ আদেশ দেন।এর আগে মঙ্গলবার বিকেলে নিহত শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই চুন্নু মিয়া আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, মামলায় শিমুর স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় দুই আসামির জিজ্ঞাসাবাদের জন্য ১০ দশ দিন করে রিমান্ড আবেদন করলে দু’জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ওসি।