যে অভিযোগ কাউন্সিলর প্রার্থী খোরশেদের স্ত্রীর

যে অভিযোগ কাউন্সিলর প্রার্থী খোরশেদের স্ত্রীর
নিউজ ডেস্ক : কেন্দ্রে প্রবেশে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।  রোববার সকালে তিনি এ অভিযোগ করেন।তিনি বলেন, ভোটার আইডির ফটোকপি নিয়ে প্রবেশ করতে চাইলে এক ভোটারকে আটকে দেওয়া হয়েছে মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে। বিষয়টি জানতে চাইলে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, এনআইডি কার্ড ছাড়া কেন্দ্রে প্রবেশ করা নিষেধ। এ বিষয়ে নির্দেশনা রয়েছে।  লুনা বলেন, ‘আমরা বার বার বলছি, ইসির নির্দেশনা রয়েছে এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। তবে এখানে তা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন। ’তবে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার সংবাদমাধ্যমকে জানান, এনআইডির ফটোকপি থাকলেও ভোট দেওয়া যাবে। পুলিশ কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি